আইন-অপরাধ

মণিরামপুরে জমি দখল নিতে গাছ কর্তন, থানায় অভিযোগ

মনিরামপুরে পৈত্রিক ৬৬ শতক জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছে ইত্যা গ্রামের তরিকুল ইসলাম গং।

উপজেলার ইত্তা গ্রামের মৃত সাদেক আলীর ছেলে গোলাম মোড়ল এই মর্মে থানায় অভিযোগ
করেছে। অভিযোগে জানানো হয়েছে গত ১৪ মার্চ তারিখ সকাল ১০টার দিকে একই
গ্রামের আব্দুর রশিদের ছেলে তরিকুল ইসলাম, মোসলেম উদ্দীনের ছেলে ইলিয়াস, আক্কাসের
ছেলে কালাম হোসেন, মকবুল হোসেন মকু এবং বেগমপুর গ্রামের আসাদসহ সংঘবদ্ধভাবে
তারা বিরোধপূর্ণ জমি থেকে মেহগনিসহ বিভিন্ন প্রজাতির দেড়শতাধিক গাছ কেটে
জমি দখলে নিয়েছে। এক পর্যায় বাঁধা দিতে গেলে তারা ধারালো অস্ত্র দিয়ে খুন জখম করতে
উদ্যত হয়। উপায়ান্ত না পেয়ে থানা পুলিশের নিকট লিখিত অভিযোগ করেছেন। বাদী দাবী
করেছেন তারা বিভিন্ন সময় বাদীকে খুন-জখম করতে হুমকী-ধামকী অব্যাহত রেখেছে। যার
ফলে গোলাম মোড়ল তার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ ব্যাপারে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ জানান, বাদীর অভিযোগ
পেয়েছি, এবং ব্যবস্থা নেয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button