
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটে বৈষম্য মুক্ত, শান্তি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ইমাম সমাজের ভূমিকা শীর্ষক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট কামিল মাদরাসা মাঠে যেন ইমাম সমিতির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পুলিশের এন্টি টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর ড. খলিলুর রহমান মাদানী। এ সময়, বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, বাগেরহাট জেলা জামাতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির এডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, মাধবকাঠি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, জামাত নেতা মনজুরুল হক রাহাত, বাগেরহাট পুরাতন কোর্ট মসজিদের ইমাম ও খতিব মাওলানা রুহুল আমিন খানসহ জেলা ইমাম সমিতির সদস্যগণ উপস্তিত ছিলেন।