
স্টাফ রিপোর্টার : যশোরের বেনাপোল সীমান্তে চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে মোজাম্মেল হোসেন (৪০) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। তার বাড়ি ঝিনাইদহেের কোটচাঁদপুরে।
এ ঘটনায় দেলোয়ার হোসেন নামে অপার এক বিজিবির হাবিলদার গুরুতর আহত হয়েছে। আহত বিজিবি সদস্যকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮ টার দিকে বেনাপোল পুটখালী সীমান্তের পুটখালী বারোপোতা রোডে এই ঘটনা ঘটে।