বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েই চলেছে

বিশ্ববাজারে অব্যাহতভাবে বাড়ছে স্বর্ণের দাম। শনিবার আউন্সপ্রতি দাম বেড়েছে ৬ দশমিক ৮৭ডলার। বাজার বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তার জেরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি আউন্স ২ হাজার ৯৪৭ দশমিক ৯০ ডলার। সবমিলিয়ে গত এক মাসে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে ৬৩ দশমিক ১৪ ডলার। এর মধ্যে গত ৯ দিনে বেড়েছে প্রায় ৫৮ ডলার। ফলে এর প্রভাব পরেছে বিশ্বের বিভিন্ন দেশের বাজারেও।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যেভাবে শুল্ক আরোপ করছেন, তাতে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়বে। এর পালটা হিসেবে অন্যান্য দেশও যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক আরোপ করবে। ফলে ঐসব দেশেও মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা থেকে যায়। এসব কারণেও মানুষ নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আকৃষ্ট হচ্ছেন। শেয়ার বাজার থেকে পুঁজি প্রত্যাহার করেও অনেকে কিনছেন। তবে স্বর্ণের ব্যবহার কেবল গয়নার মধ্যে সীমাবদ্ধ নয়। কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণে রিজার্ভ আবার বাড়ছে। মানুষও স্বর্ণের বার ও স্বর্ণভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ বাড়ছে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বার্ষিক প্রতিবেদনের তথ্যানুসারে, গত বছর সারা বিশ্বে স্বর্ণ বেচাকেনা হয়েছে ৪ হাজার ৯৭৪ টন। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনা বাড়ছে। ২০২৪ সালে এ নিয়ে টানা তিন বছর বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো সম্মিলিতভাবে ১ হাজার টনের বেশি স্বর্ণ কিনেছে। গত বছর সবচেয়ে বেশি স্বর্ণ কিনেছে পোল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। তারা কিনেছে ৯০ টন স্বর্ণ।