বিদেশি গোয়েন্দাদের গোপন তথ্য দেওয়ায় চীনা গবেষকের মৃত্যুদণ্ড

বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোকে রাষ্ট্রীয় গোপন তথ্য সরবরাহ করার অভিযোগে একজন চীনা গবেষককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৯ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রাক্তন সহকারী প্রকৌশলী অবৈধভাবে বিপুল পরিমাণ তথ্য অনুলিপি করেন এবং সেগুলো বিদেশি গুপ্তচর সংস্থার কাছে বিক্রি করেন।
মন্ত্রণালয়ের মতে, লিউ (ছদ্মনাম) বিশ্বাস করতেন যে, গবেষণা ইনস্টিটিউটে পদোন্নতির সময় তার সাথে অন্যায্য আচরণ করা হয়েছে। তাকে উপেক্ষা করা হয়েছে। এ কারণে তিনি পদত্যাগ করেন। তিনি কাজ ছেড়ে যাওয়ার আগে গোপনে প্রচুর পরিমাণে তথ্য অনুলিপি করেন এবং সংরক্ষণ করেন।
পরে একটি বিনিয়োগ সংস্থায় যোগদান করেন লিউ, যেখানে তিনি শেয়ার ব্যবসা করতেন। কিন্তু তার বিনিয়োগ ব্যর্থ হয় এবং ঋণ বেড়ে যাওয়ায় গবেষণা ইনস্টিটিউট থেকে পাওয়া সেইসব গোপন তথ্য বিক্রির সিদ্ধান্ত নেন।
চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় আরও জানিয়েছে, লিউ-এর গুপ্তচরবৃত্তির কার্যকলাপ নজর এড়িয়ে যায়নি। জাতীয় নিরাপত্তা কর্তৃপক্ষ বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে তার যোগাযোগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং পদক্ষেপ নেওয়ার আগে ব্যাপক প্রমাণ সংগ্রহ করেছে। পরে লিউকে গ্রেপ্তার করা হয়। তদন্তের সময় তিনি তার অপরাধ স্বীকার করেন।