অন্যান্যগণমাধ্যম

বাংলাদেশের উন্নয়নে প্রবাসীরা অগ্রণী ভূমিকা রাখছে : রাষ্ট্রদূত মনিরুল

উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের উন্নয়নে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খবর তথ্য বিবরণীর। গতকাল বৃহস্পতিবার তাসখন্দে বাংলাদেশ দূতাবাসের উদ্যেগে ‘বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি : প্রবাসীদের ভূমিকা ও অবদান’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

আরো পড়ুন: সারাদেশে শান্তিপূর্ণভাবে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস এ অনুষ্ঠানের আয়োজন করে।

উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশি প্রবাসীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা প্রবাসে তাদের কর্মজীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

বাংলাদেশি প্রবাসীরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের সর্বাত্মক প্রচেষ্টা ও প্রতিশ্রুতির কথা দৃঢ়তার সাথে ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত ড. ইসলাম বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে উজবেকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম নিয়ে তৈরি একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। উজবেকিস্তানের জনপ্রিয় ব্যান্ড সংগীত দল ‘হাবাস গ্রুপ’ বাংলাদেশের দেশাত্মবোধক ও লোকসংগীত পরিবেশন করলে উপস্থিত সকলেই তাদের পরিবেশনায় মুগ্ধ হন।

একই দিন বাংলাদেশ দূতাবাস ও উজবেকিস্তান রাইটার্স ইউনিয়নের যৌথ উদ্যোগে কবিতা আবৃত্তি ও সাহিত্য বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে প্রতিযোগিরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ উজবেকিস্তানের বিখ্যাত কবি, সাহিত্যিক ও লেখকের কবিতা পাঠ, অনুবাদ ও তাদের জীবন ও কর্মের ওপর ভিত্তি করে তৈরি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় রাষ্ট্রদূত দু’দেশের তরুণ প্রজন্মের লেখক, কবি ও সাহিত্যিকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ব্যাপারে উপস্থিত অধ্যাপক, গবেষক ও শিক্ষাবিদসহ সকলের সহযোগিতা কামনা করেন।

সপ্তাহব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগিদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে তাসখন্দে আয়োজিত বাংলাদেশ তারুণ্যের উৎসব অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button