আইন-অপরাধ

বগুড়ায় আদালতের হাজোত খানায় পুলিশের রমরমা বাণিজ্য

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় আদালতের হাজোত খানায় পুলিশের রমরমা বাণিজ্য এমন ঘটনা ঘটেছে আজ বগুড়া চীফ জুডিশিয়াল আদালতের নারী হাজত খানায় ১৪ মামলার আসামি ১৩ বছরের প্রাপ্ত ও ধর্ষন মামলার আসামী তুফান সরকার।

বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকার পিতা মজিবর সরকারের পুত্র তুফান সরকার একাধিক মামলা ও সাজাপ্রাপ্ত আসামি দেশব্যাপী-আলোচিত-সমালোচিত ও উত্তরাঅঞ্চলের ক্যাডার তুফান কাণ্ডে সেই তুফান সরকার নারী হাজত খানায়। , তাছনিমা বেগম, হারুন আর রশিদ সহ ৩ নারী কে দেখা গেছে। টাকার বিনিময়ে এ যেনো নারী হাজোত খানায় চলে মিলন মেলার বাণিজ্য। বগুড়ায় আদালতের নারী কাস্টরিতে পুলিশের সহযোগিতায় পুরুষ আসামি তুফান সরকারের আজ সোমবার তুফান কান্ড, এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, বিশিষ্ট ফেনসিডিল ব্যবসায়ী শাশুড়ি তাসলিমা তার স্ত্রী আইরিন আক্তার সোনালী, স্ত্রীর বড় বোন আশা বেগম ও শ্যালক মোঃ নয়ন, পিতা আলম সাং সেউজগাড়ী ও মুহুরী হারুনুর রশিদ। মতিন সরকার এর ছোট ভাই তুফান সরকার নারী ব্যবসা মাদক ব্যবসা ছিনতাই অপহরণ চুরি ডাকাতি অটো রিস্কা টোল তলা থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই যার সাথে ধর্ষক তুফান সরকারের সম্পৃক্ত ছিলনা।

একটি সূত্রে জানা যায় তুফান সরকারের পূর্বের স্ত্রী আসা ও মহিলা কাউন্সিলর রুমকির ছোট বোনকে দিয়ে তুফান সরকার দেহ ব্যবসা করাতেন এমনকি তুফান সরকারের বড় ভাই মতিন সরকার ও সোহাগ সরকার এর বিছানার সহ্য সঙ্গী হতে হয় তুফান সরকারের পূর্বের স্ত্রী আশাকে।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button