খুলনাসারাদেশ

পহারডাঙ্গায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে আইন–শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) বিকালে পরিষদ চত্বরে  ইউপি চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( কালিয়া সার্কেল) কিশোর রায়,বিশেষ অতিথি ছিলেন নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি বি,এম নজরুল ইসলাম কাবুল বিশ্বাস,বাজার কমিটির সভাপতি মোঃ কেরামত শেখ,সমাজপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আবুল বাসার শেখ,শিক্ষক দ্বীন ইসলামসহ ছাত্র প্রতিনিধি প্রমুখ।
সভায় উপস্থিত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এলাকার মাদক,চুরি অবৈধ ট্রলী চলাচল,চাপাইল ব্রীজ হয়ে গোপালগঞ্জে ইজিবাইকে চলাচলে বাধাসহ নানা অপরাধ প্রবণতা বৃদ্ধির ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ওসির দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন।

এসময় নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম তার বক্তব্য বলেন, মাদক মুক্ত করতে আপনাদের সহযোগিতা কামনা করছি। মাদক ক্রয় ও বিক্রয় কারীকে ধরতে আমাদের তথ্য দিবেন।অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে সামাজিকভাবে সকলকে সতর্ক থাকতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায় বলেন, মাদক মুক্ত করতে পুলিশের পাশাপাশি সামাজিক ভাবে এগিয়ে আসতে হবে। পুলিশের একার দ্বারা মাদক মুক্ত করা সম্ভব না।সকল বাবাকে তার সন্তানের খোঁজ নিতে হবে। সকল ভাইকে তার ভাইয়ের খোঁজ রাখতে হবে তারা কোথায় যাই,রাত করে কেনো বাড়িতে ফিরে,সে মাদক গ্রহন করে কিনা।ওভার লোট মালবাহী ট্রাকের বিরুদ্ধে ব্যাবস্থা করা হবে। আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে সকলের কাছে তথ্য ও সহযোগিতা কামনা করেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button