জাতীয়

নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন রিজওয়ানা

এ বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। তবে এই সময়টা কবে চূড়ান্ত হবে তা আপনারা উনার মুখ থেকেই শুনবেন।’

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হয়ে রিজওয়ানা হাসান এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের স্থান বাংলাদেশে নাই। নারীর প্রতি সহিংসতা কোনভাবেই অ্যালাও করে না সরকার।’

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নিচ্ছে সরকার। যখনই কোন ঘটনা নজরে আসছে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া হচ্ছে৷

সম্পর্কিত নিবন্ধ

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button