আইন-অপরাধখুলনাসারাদেশ

তেরখাদা থানা পুলিশের অভিযানে মাদকসহ ৬জন গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, তেরখাদা (খুলনা) : তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান সংগীয় এস আই রবীন্দ্র নাথ পোদ্দার ও পুলিশ ফোর্স নিয়ে উপজেলার বলর্দ্ধনা এলাকায় অভিযান চালিয়ে বলর্দ্ধনা বাজারের সুমনের দোকানের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ রবিউল শিকদার (২৭) কে গ্রেফতার করেন। সে বলর্দ্বনা গ্রামের জাফর শিকদারের পুত্র।

এ ব্যাপারে তেরখাদা থানায় মামলা হয়েছে। এছাড়া অফিসার ইনচার্জ মেহেদী হাসান সংগীয় অফিসার ফোর্স নিয়ে আজগড়া এলাকায় গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান পরিচালনা করে আজগড়া তিমির টিকাদারের দোকানের মধ্যে হতে জুয়া খেলা অবস্থায় ৫জন জুয়াড়িকে আটক করেন। অফিসার ইনচার্জ মেহেদী হাসান জুয়া খেলা অবস্থায় ১০৪ পিচ তাস, ১হাজার ৪শত টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত একটি খাতা উদ্ধার করেন। এ ব্যাপারে পলাতক আসামীসহ ৬ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button