খুলনাসারাদেশ

তেরখাদায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা ও চেক পোস্ট স্থাপন

তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলার বিভিন্ন স্থানে (পশ্চিম কাটেঙ্গা, সাচিয়াদহ, শেখপুরা) বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ও পুলিশের যৌথ মহড়া ও চেক পোষ্ট স্থাপন করা হয়।

উক্ত মহড়া ও চেক পোষ্ট সমূহের নেতৃত্ব প্রদান করেন কন্টিনজেন্ট কমান্ডার *লেঃ কমান্ডার এম আতিকুল ইসলাম, (ই), বিএন (পি নং- ৩৪৪৪)*। উক্ত চেক পোষ্টে অধিকাংশ গাড়ীর কাগজ পত্র ও হেলমেট ছাড়া গাড়ী সমূহ আটক করা এবং সন্দেহভাজনদের চেকিং করা হয়। যৌথ বাহিনীর কঠোরতায় অপরাধীরা নড়েচড়ে বসেছে। অনেকে গা ঢাকা দিয়ে চলছে। যৌথবাহিনীর সকল কার্যক্রম সফল হোক, সার্থক হোক এই প্রত্যাশা সুধি ও সচেতন মহলের।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button