জেদ্দায় যুক্তরাষ্ট্র-ইউক্রেন আলোচনা হবে, নিশ্চিত করলো সৌদি আরব

আগামী সপ্তাহে সৌদি আরবের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র জেদ্দা শহরে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব এই বৈঠক আয়োজনের সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে এবং ইউক্রেনে স্থায়ী শান্তি অর্জনের জন্য তার চলমান প্রচেষ্টা পুনর্ব্যক্ত করেছে।
সৌদি আরব কূটনৈতিক সমাধানকে সমর্থন করার জন্য একাধিক আলোচনায় সহায়তা করেছে এবং সংলাপ উৎসাহিতকরণ ও স্থিতিশীলতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে।
রিয়াদে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সাম্প্রতিক আলোচনার পর নতুন এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। কূটনীতিকরা ইউক্রেন সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করছেন।
এর আগে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও জানান, তিনি আগামী সপ্তাহে সৌদি আরবে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করে শান্তি চুক্তির কাঠামো তৈরি করবেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) হোয়াইট হাউসের বাইরে উইটকফ সাংবাদিকদের বলেন, আমরা এখন রিয়াদ অথবা জেদ্দায় ইউক্রেনীয়দের সঙ্গে একটি বৈঠকের সমন্বয়ের জন্য আলোচনা করছি। শহরটি হয়তো পরিবর্তন হবে, তবে বৈঠক সৌদি আরবে হবে। আমি মনে করি, একটি শান্তি চুক্তি এবং প্রাথমিক যুদ্ধবিরতির জন্য একটি কাঠামো তৈরি করা আলোচনার প্রাথমিক বিষয় হবে।