রাজনীতি

জিয়া মঞ্চের উদ্যোগে লালমনিরহাটে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাংলাদেশের জনগণের নিকট উপস্থাপনার জন্য লালমনিরহাটে লিফলেট বিতরণ করছে জিয়া মঞ্চ লালমনিরহাট জেলা শাখা।

আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি) লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্বর, হাড়িভাঙ্গা, সেনামৈত্রী হকার্স মার্কেটসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক সার্জেন্ট ইয়াসিন আলী শাহীন (অব.), যুগ্ম আহ্বায়ক সার্জেন্ট আজিজুল ইসলাম (অব.), মিজানুর রহমান, মাজেদুল ইসলাম লিমন, সদস্য সচিব রমজান আলী মোল্লা, সদস্য সার্জেন্ট আজমীর আলম রাসেল (অব.), সাকিল আহমেদ, উপদেষ্টা অনারারি ক্যাপ্টেন সিরাজুল (অব.), নজরুল ইসলাম কাজী, সার্জেন্ট আবু খালেক (অব.) সহ কমিটির অনান্য সদস্যবৃন্দ।
এ বিষয়ে জিয়া মঞ্চের লালমনিরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সার্জেন্ট (অব.) আজিজুল ইসলাম জানিয়েছেন, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৩০ দিনের লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক ফয়েজ উল্যাহ ইকবাল। এরই ধারাবাহিকতায় লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে ২৭ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত জেলার সকল থানা এবং সকল ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে জিয়া মঞ্চের উদ্যোগে লিফলেট বিতরণ করা হবে। লিফলেট বিতরণের মাধ্যমে জেলার সাধারণ মানুষ ৩১ দফাসমূহ জানতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button