রাজনীতি

জামায়াত আমিরকে যানজট থেকে ছাড়াতে গিয়ে বাসচাপায় কর্মী নিহত

জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানকে যানজট থেকে ছাড়াতে গিয়ে বাসের চাপায় জসীম উদ্দিন (৫০) নামের এক জামায়াতকর্মী নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার সৈয়দপুর এলাকার ওয়ালটন শো-রুমের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জসীম উদ্দিন লালমাই উপজেলার সৈয়দপুর এলাকার মৃত আশরাফের ছেলে। তিনি উপজেলা জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন।

লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলেন, জামায়াতের আমির ড. শফিকুর রহমান লক্ষ্মীরপুর যাওয়ার পথে জামায়াত তার বহরের চারটি গাড়ি বাগমারা উত্তরবাজারে যানজটে আটকা পড়লে জামায়াতের নেতাকর্মীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ তিশা পরিবহনের ঢাকামুখী একটি দ্রুতগতির বাস ধাক্কা দিলে ট্রাফিকের দায়িত্ব পালনকারী জামায়াতের কর্মী জসীম উদ্দীনের মাথা থেতলে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন তিনি।

ওসি শাহ আলম আরও বলেন, ঘটনার পর তিশা পরিবহন নামের ওই বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক এবং সহযোগীরা পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

লালমাই উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইমাম হোসেন বলেন, আমিরে জামায়াত লক্ষ্মীপুর যাওয়ার পথে বাগমারা উত্তর বাজার বালুর মাঠে পথসভা করেন। পথসভাস্থলে পৌঁছার কিছুক্ষণ আগে তার গাড়িবহর যানজটে আটকা পড়ে। তখন আমিসহ সংগঠনের ১৫/২০ জন কর্মী ট্রাফিকের দায়িত্ব শুরু করি। আমরা আমিরে জামায়াতকে নিয়ে পথসভায় চলে যাওয়ার পর জামায়াতের কর্মী জসিম উদ্দিন বাস চাপায় মারা যান। তার মৃত্যুতে আমরা শোকাহত।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button