গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দিলেন মোস্তাফিজ

বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় কিউইরা। এরপর ঘুরে দাঁড়ানোর আগেই নিউজিল্যান্ডের তৃতীয় উইকেট তুলে নিয়েছেন মোস্তাফিজুর রহমান।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
২৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। রানের খাতা খোলার আগেই তাসকিনের বলে বোল্ড হয়ে ফিরে যান উইল ইয়োং। এরপর কেইন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ডেভন কনওয়ে।
তবে ইনিংসের চতুর্থ ওভারে কিউই শিবিরে আঘাত হানেন নাহিদ। দলীয় ১৫ রানে ৪ বলে ৫ রান করে আউট হন উইলিয়ামসন। এরপর রাচীন রবীন্দ্রকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ডেভন কনওয়ে। ৫৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।
তবে দলীয় ৭২ রানে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মোস্তাফিজ। ৪৫ বলে ৩০ রান করা কনওয়েকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।