খুলনা

কেশবপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোরঃযশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা ১৮ মার্চ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফ নেওয়াজ, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন , কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ এম জিল্লুর রশিদ, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুর রব, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, যুগ্ন সম্পাদক আরশাদুল ইসলাম, এনকেপিএস এর সভাপতি শামীম আখতার মুকুল প্রমুখ।

সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button