
আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোর: যশোরের কেশবপুর পাঁজিয়া ইউনিয়নে ব্রামনডাঙ্গা গ্রামে আজ ৬/২/২৫ বুধবার রাতে সাপ ধরার সময়ে সাপের কামড়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার রাত ৯ টার দিকে আশুতোষ দত্ত ও তার স্ত্রী মাগুর খালি বাজার থেকে বাড়ি যাওয়ার সময়ে রাস্তার সাইডে হঠাৎ করে সাপ ফনাতুলে ফোস ফোস শব্দ করতে দেখে চিৎকার দিলে এলাকার লোকজন জড়োহয়ে সাফুড়েকে সংবাদ দেয়, মান্নান (৫৮)সাফুড়ে/কবিরাজকে সংবাদ দিলে মান্নান কবিরাজ চলে আসে এবং সাপকে ধরার জন্য যাহাকিছু দরকার সেই অনুযায়ী শাপ ধরে। সাপের মাথা ধরার সাথে সাথে সাপতার হাতে প্যাঁচ দিয়ে ফেলে। এবং সাপের শক্তির কাছে পেরে না ওঠায় হাত থেকে সাপের মাথা ফসকে যায় এবং সঙ্গে সঙ্গে হাতে কামড় দিলে রক্ত বাহির হতে থাকে। এবং আরএক হাত দিয়েসাপকে বস্তার মধো ডুকিযে বস্তার মুখ বেঁধে ফেলে।
কবিরাজ মান্নান কে সাথে সাথে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিযে আসেন রাত ১০ টা র দিকে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার বলেন এখানে কোন সাপেকাটার ঔষধ নাই আপনারা তাড়াতাড়ি যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সাপেকাটা রুগী কে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানান যশোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
মান্নান কবিরাজের লাশ আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে তার পারিবারিক কবর স্হানে দাফন সম্পন্ন হয়েছে।
আমাদের প্রতিনিধিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেইমারজেন্সি ওয়াড কর্তব্যরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অক্তার হোসেন জানান কেশবপুর হাসপাতালে সাপে কাটার কোন ঔষধ নাই।
এলাকাবাসির দাবি কেশবপুর উপজেলা হাসপাতালে যদি সাপেকাটার ঔষধ নাই থােকে আমরা কোথায় যাবো চিকিৎসার জন্য? সবার দাবি কেশবপুর উপজেলা হাসপাতালে সাপেকাটার ঔষধ যাহাতে পাইতে পারি তাহার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।