কেশবপুরে পাওনার টাকা আদায় করতে আদালতে মামলা

সুশান্ত মল্লিক, কেশবপুর(যশোর)প্রতিনিধি: কেশবপুরে পাওনার টাকা আদায় করতে আদালতে চেক ডিজঅনার মামলা করেছে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় সংলগ্ন এয়ার ট্রাভেল টুর এর মালিক মোঃ শামছুর রহমানের পুত্র আজিজুর রহমান। যার নং সি আর ৬৮১/২৩ তং ১৬/১১/২০২৩।
যশোর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতের বিবারণ সুত্রে জানাগেছে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার উলীপুর গ্রামের আঃ মালেকের পুত্র আশরাফুল ইসলাম তিন মাসের মধ্যে পরিশোধ করে দেওয়ার শর্তে গত ০৩/০২/২০২৩ তারিখে ১০ লাখ টাকা কর্জ স্বরুপ গ্রহন করে। শর্ত মোতাবেক তার পাওনা টাকা পরিশোধ না করে বিভিন্ন ভাবে টালবাহানা করতে থাকে। এক পর্যায় আশরাফুল নিজ নামীও গাইবান্ধা মহিমাগঞ্জ সোনালী ব্যাংক লি: ৫১১১০০১০১৮২৬ নং হিসাবের ০২/০৭/২০২৩ তারিখে চেক নং- এস জি- ১০৮৬৩৫২ তার স্বাক্ষরযুক্ত ১০ লাখ টাকার একটি চেক প্রদান করেন। পাওনাদার উক্ত চেক টি নগতায়নের জন্য সোনালী ব্যাংক কেশবপুর যশোর শাখার মাধ্যমে জমা প্রদান করলে সংশ্লিষ্ট ব্যাংক কতৃপক্ষ চেক প্রদানকারীর স্বাক্ষরে অমিল ও প্রদানকারী কর্তৃক পরিশোধ বন্ধ করা হয়েছে উল্লেখ করে গত ০৭/০৯/২০২৩ তারিখে ডিজঅনার স্লিপ সহ চেকখানা আজিজ কে ১২/১০/২০২৩ তং ফেরত দিয়েছেন। এরপর আজিজ ৩/১০/২০২৩ তং একটি লিগাল নোটিশ প্রদান করতো পরবর্তী ৩০ দিনের মধ্যে পরিশোধের জন্য আইনজীবী মারফত লিগ্যাল নোটিশ প্রেরন করেন। কিন্তু তিনি বর্নীত ঠিকানায় না থাকায় লিগাল নোটিশটি ১২/১০/২০২৩ তং তারিখ ফেরত পাঠিয়েছেন। তারমধ্যে তিনি এন আই এ্যাক্টের ১৩৮ ধারায় অপরাধ করেছে। যার কারণে পাওনাদার আদালতে মামলা দায়ের করেছে।