
আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোরঃযশোরের কেশবপুরে নদীর পাড় থেকে অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে কেশবপুর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাথরা গ্রামের নদীর পাড়ে পড়ে থাকতে দেখে পুলিশ কে সংবাদিলে পুলিশ ঘটনাস্হলে উপস্হিত হযে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাথরা গ্রামের নদীর পাড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাতনামা নারীর মৃতদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানাতে নিয়ে আসেন। ডিউটি অফিসারের কাছে জানতে চাইলে তিনি জানান আগামি কাল ময়নাতদন্তের জন্য যশোর পাঠানো হবে।
নিহত ওই নারীকে এখনো পর্যন্ত কেই শনাক্ত করতে পারে নাই । তাহার বাড়ি কোথায় বা তাহার নাম পরিচয় কি।