
হাবিবুল্লাহ বাহার,কলারোয়া উপজেলা প্রতিনিধি:কলারোয়া জিকেএমকে সরকারি তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় স্কুলের এই পিঠা উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ও স্কুলের পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এনও)জহিরুল ইসলাম।
এ সময় সাংবাদিক,অভিভাবক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ পিঠা উৎসব পরিদর্শন করেন। তারা শিক্ষার্থীদের চমৎকার এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং পিঠার স্বাদ গ্রহণ করেন। দ্বিতীয়বারের মতো তারুণ্যের উৎসব উপলক্ষে এই আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি বিভিন্ন ধরণের পিঠা নিয়ে অংশগ্রহণ করেন।