
আঃজলিল,স্টাফ রিপোর্টার:সাতক্ষীরা জেলা কলারোয়া উপজেলা ৫নং কেড়াগাছি ইউনিয়নের হঠাৎ গন্জ মাধ্যমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক ক্যান্সর রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়ীতে মৃত্যু বরন করেন।
ইং ১/২/২৫ তাং রোজ শনিবার দিবাগত রাত ২টা ৩০মিনিটের সময় দীর্ঘ দিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়ীতে মৃত্যু বরন করেন।
ইন্না লিল্লাহে অ ইন্না ইলেহ রাজেউন।
মৃতুকালে তার বয়স হয়েছিল ৬১বছর।
মরহুম আমজেদ হোসেন ৫নং কেড়াগাছি ইউনিয়নের আইসপাড়া গ্রামের মরহুম আঃআজিজের বড় ছেলে।
মরহুমের জানাযার নামাজ জোহর নামাজ বাদ অনুষ্ঠিত হয়।জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্হান ময়দানে তার দাফন কাজ সম্পাদনা করা হয়।
মরহুম আমজেদ হোসেন মাষ্টার মৃত্যকালে তিনি স্ত্রী ১মেয়ে ১ছেলে পরিবার পরিজন সহ অসংখ্য গুনগ্রহী আত্মীয় স্বজন রেখে গেছেন।তার এমন করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি কেন্দ্রীয় সংসদের প্রকশনা বিষয়ক সম্পাদক তালা কলারোয়ার সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিব সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার সুধিজন ও আপামর জনসাধারণর জনেতিক নেতৃবৃন্দ।