ইরান ইস্যুতে চীনে ত্রিদেশীয় বৈঠক, নিষেধাজ্ঞা-হুমকি ত্যাগের আহ্বান

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বেইজিংয়ে আলোচনার পর ‘নিষেধাজ্ঞা ও বলপ্রয়োগের হুমকি’ প্রত্যাহারের করে কূটনীতিক সমাধানের আহ্বান জানিয়েছে চীন, রাশিয়া ও ইরান।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার (১৪ মার্চ) বেইজিংয়ে এক বৈঠকে ইরান, চীনা ও রাশিয়ান কূটনীতিকরা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সাধারণ উদ্বেগের অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাঁকসুর সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি এবং রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।
বৈঠকের পর চীন, রাশিয়া ও ইরান বলেছে, সংশ্লিষ্ট পক্ষগুলোকে বর্তমান পরিস্থিতির মূল কারণগুলো সমাধান করতে হবে। সেই সঙ্গে নিষেধাজ্ঞা, চাপ বা বলপ্রয়োগের হুমকি ত্যাগ করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত।
তারা জোর দিয়ে বলেন, ‘পারস্পরিক শ্রদ্ধার’ ভিত্তিতে সংলাপই এই সমস্যার একমাত্র বাস্তব সমাধান। পরিস্থিতি আরও খারাপ করে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার এবং কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত না করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানানো হয়।
বেইজিং ও মস্কো ইরানের অবস্থানকে স্বাগত জানিয়েছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য নয়। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এবং সুরক্ষা চুক্তির অধীনে ইরান তার বাধ্যবাধকতাগুলো সম্পূর্ণরূপে মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিবৃতিতে জোর দেওয়া হয়েছে, ইরানের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে ‘পূর্ণরূপে’ সম্মান করা উচিত।
ইরান দীর্ঘদিন ধরে তার পারমাণবিক কর্মকাণ্ড এবং অন্যান্য অজুহাতের জন্য পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার হয়ে আসছে। সর্বশেষ নিষেধাজ্ঞাটি গতকাল বৃহস্পতিবার আরোপ করা হয়েছে।