
কুষ্টিয়া -ঝিনাইদহ মহাসড়কের ইবি,র লালন পাম্পের পাশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস ধানের মাঠে উল্টে গিয়ে অসংখ্য ছাত্র,ছাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ঃ৩০ টার দিকে কুষ্টিয়া থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।তবে ড্রাইভারের অসচেতনতার কারণে এমন দূর্ঘটনা ঘটেছে বলা ধারনা করা হচ্ছে।ছাত্ররা জানিয়েছেন যে ড্রাইভার ঘুমানোর কারনে এই ঘটনা ঘটেছে।
তবে কত জন ছাত্র,ছাত্রী আহত হয়েছে বলে এখনো সঠিক জানা সম্ভব না।ঘটনা স্থলে ছাত্রদের উদ্ধারে ছূটে আসেন মাঠে চাষ করা কৃষক ভাইয়েরা।কিছুক্ষণ পর আরেকটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস ঘটনা স্থলে আসলে তারাও ছাত্রদের পাশে দাঁড়ায় এবং বাস থেকে টেনে, হিচরে তাদের উদ্ধার করে।
তবে বাসের নিচে কেউ আছে কি না এখনো জানা সম্ভব হয় নি।তবে পুলিশ,প্রশাসন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।