
নড়াইল প্রতিনিধি :নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাস এর বিরুদ্ধে অবৈধ প্যানেল চেয়ারম্যান করার অভিযোগ করে ইএনও বরাবর লিখিত অভিযোগ করেন ৭ জন ইউপি সদস্য।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাস সৈরাচার আওয়ামী লীগের মনোনীত ইউপি চেয়ারম্যান। তিনি নির্বাচিত হওয়ার পর থেকে ইউপি সদস্যদের তোয়াক্কা না করে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তার সেচ্ছাচারিতার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি কোন ইউপি সদস্য। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী সরকার পতনের পর থেকে দীর্ঘ ৫ মাস তিনি পরিষদে আসেননি, বর্তমানে নাশকতার মামলায় কারাবন্দী থাকায় সকলের অগোচরে নিজের ইচ্ছামত, তপন কুমার বিশ্বাসকে প্যানেল চেয়ারম্যান এর দায়িত্ব দেন। এ বিষয় নিয়ে সকল ইউপি সদস্য নারাজ এবং এর সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহন করার অনুরোধ জানিয়ছেন।
৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদ মোল্যা জানান
আওয়ামী লীগের মনোনীত ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাস আমাদের সাথে দীর্ঘদিন নানান অনিয়ম দুর্নীতির করে আসছে, ৫ আগস্টের পর থেকে সে পরিষদে না আসায় আমরা জনগনকে সেবা দিতে পারছিনা। সে বর্তমানে নাশতার মামলায় জেলে থাকায় অবৈধ প্যানেল চেয়ারম্যান দিয়েছে তপন কুমার বিশ্বাস কে যা আমাদের কোন ইউপি সদস্য জানেনা। এমনকি তপন কুমার বিশ্বাস নিজেও জানেনা।
২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আশিকুর রহমান, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেছের আলি, কলোড়া ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদ হাসান,৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রদিপ কুমার বিশ্বাস, ৪/৫/৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মঞ্জুরা বেগম ও ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য শিফার মোল্যা সাংবাদিকদের জানান চেয়ারম্যান আশিষ কুমার বিশ্বাস এর সেচ্ছাচারিতায় আমরা অতিষ্ঠ, দীর্ঘ ৩ টি বছর তিনি আমাদের অবহেলিত করে রেখেছেন, সবসময় বাজের ব্যবহার, আর আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের প্রাধান্য দিয়ে পরিষদ পরিচালনা করেছেন। বর্তমানে সে অবৈধ ভাবে ১ নং প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য তপন কুমার বিশ্বাসকে যা আমাদের কোন ইউপি সদস্যকে অবগত করা হয়নি। আমরা এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগ করেছি।