
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনকে ধরিয়ে দিতে পারলে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে দোহারের রাইপাড়া ইউনিয়নের বাঁশতলা আইডিয়াল হাই স্কুল মাঠে রাইপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।এ সময় তারেক রহমানের রাষ্ট্রগঠনে ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
রাইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিকদারের সভাপতিত্বে ও রাইপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুকুল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কালাম। বিশেষ বক্তা হিসেবে ছিলেন দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুল আলম জীবন বেপারী ও তৌহিদুর রহমান। আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।