রাজনীতি

অভ্যুত্থানে শহীদ-আহতদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জামায়াত আমিরের

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর স্কাটন লেডিস ক্লাবে জুলাই-আগস্ট আন্দোলনে আহত, পঙ্গু ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, আহত ও শহীদরা কোনো দলের হয়ে নয় বরং দেশের জন্য আন্দোলনে অংশ নিয়েছিলেন। আহত ও শহীদ পরিবারের সদস্যরা এই প্রথম পরিবারের প্রিয় সদস্যদের ছাড়া সাহরি ও ইফতার করছে। এটা সেই পরিবারের সদস্যদের জন্য কতটা কষ্টের এটা শুধু তারাই জানে। এই কষ্টে থাকা মানুষগুলোর সাথে ঈদের দিন ঘরে ঘরে গিয়ে সাক্ষাৎ করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।

সম্পর্কিত নিবন্ধ

Back to top button